chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩০টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করলো নৌ পুলিশ

চট্টলার ডেস্ক: কর্ণফুলী নদীতে পৃথক অভিযানে  ৩০টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে নৌ পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৯ জানুয়ারি) বাকলিয়া ও হামিদের চর এবং ফৌজদার হাট  ও গুলিয়াখালী উপকূলীয় এলাকা পৃথক অভিযান চালানো হয়। এর মধ্যে নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে সদরঘাট নৌ থানা বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৫ টি  বেহুন্দি জালসহ প্রচুর অবৈধ জাল জব্দ করে।

জব্দকৃত জাল পোড়ানো হচ্ছে
জব্দকৃত জাল পোড়ানো হচ্ছে

 

অপরদিকে ফৌজদার হাট  ও গুলিয়াখালী উপকূলীয় এলাকায় চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত  পুলিশ সুপার কীর্তিমান চাকমার নেতৃত্বে কুমিরা নৌ ফাঁড়ির সদস্যরা অভিযানে নামে। এসময় অবৈধ ও নিষিদ্ধ ২৫টি বেহুন্দি জাল জব্দ করে। মৎস্য সম্পদ আহরণ ও রক্ষায় নৌ পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর