chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের হল ২১ কমিউনিটি সেন্টারে বাল্যবিবাহের প্রস্তুতির খবর পেয়ে তিনি বন্ধ করে দেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, সকালে ইউএনওর কাছ থেকে চরপাথরঘাটায় এক কিশোরীর বয়স কম হওয়ায় বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে ইউপি সদস্যকে ও কমিউনিটি সেন্টারে ফোন করে বিয়ে বন্ধ করা হয়েছে। অন্যতায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এ দুই পরিবারকে আইনের আওতায় আনা হবে।

জানা গেছে, বিয়ে বন্ধের খবর পেয়ে পাত্র-পাত্রী কমিউনিটি সেন্টার থেকে পালিয়ে যান। দুই পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যান কে মুছলেকা দেবার অঙ্গীকারে ছেলে ও মেয়েকে বিয়ের আসর থেকে সরিয়ে নেন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর