chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বাবাকে মারধরের ঘটনা তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছু পরীক্ষার্থীর এক অভিভাবকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১ নভেম্বর) তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ভর্তিচ্ছু পরীক্ষার্থীর এক অভিভাবকে মারধর করে মিলন হোসেন নামে এক নিরাপত্তা কর্মী।
কমিটিতে চবির কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী প্রধান ও সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুবকে সদস্য সচিব এবং নিরাপত্তা দপ্তরের প্রধান শেখ মো. আব্দুর রাজ্জাককে সদস্য করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, নিরাপত্তা দপ্তরের একজন প্রহরী বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে আগত একজন অভিভাবককে মারধর করে। বিষয়টি আমদের গোচরীভূত হয়েছে। তাই তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটিকে জুরুরি ভিত্তিতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর