chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওমানের উইকেটের প্রশংসা করলেন সৌম্য

খেলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে টাইগাররা। ওমানে আজ প্রথম অনুশীলন করলো বাংলাদেশ। এ অনুশীলনের পর কথা বলেছেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।

সৌম্য জানিয়েছেন, তারা ওমান ক্রিকেট একাডেমির মাঠে যে নেটে ব্যাটিং করেছেন, সে উইকেটে ঘাস আছে। বল ভালো গতি ও সমান বাউন্সে ব্যাটে এসেছে। সৌম্যর চোখে এটা স্পোর্টিং উইকেট। বোলার এবং ব্যাটসম্যানের সমান সুযোগ আছে এই উইকেটে।

ওমান এসে প্রথম দিন প্র্যাকটিস করার অনুভূতি জানাতে গিয়ে সৌম্য বলেন, ‘আজ প্রথম মাঠে এসেছি। খুব ভালো লাগছে প্র্যাকটিস করতে পেরে। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছি।’

প্রথম দিন তারা কী কী করেছেন? সৌম্য জানান, ‌‘আমরা ফুটবল খেলেছি। নেট করেছি। নেটে বোলিংও করেছি। সব মিলে দিনটা ভালো গেছে।’

উইকেটের অবস্থা জানাতে গিয়ে সৌম্য বলেন, ‘এখানে যেমন দেখলাম উইকেটে ঘাস আছে। বল ব্যাটে এসেছে। ভালো উইকেট। বোলারদের ও ব্যাটসম্যানদের জন্য সমান ভালো। এরকম উইকেট যদি থাকে তাহলে ভালো। টি-টোয়েন্টির জন্য এমন উইকেটে হিটিংয়ে সুবিধা।’

দলের বাকিদের অবস্থা কেমন? সৌম্যর ভাষ্য, ‘মানসিকভাবে সবাই প্রস্তুত। শেষ দুটি সিরিজ খেলে এসেছি। সবাই খেলার মধ্যে ছিলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো একটা বড় টুর্নামেন্ট খেলতে এসেছি আমরা। তার আগে মানসিক বিশ্রামের দরকার। সবাই বিশ্রাম নিয়ে খেলতে এসেছে। ফিটনেস ভালো আছে। এখন আমরা ক্যাম্প শুরু করলাম।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর