chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাগুরার ঈদ বাদে অন্য কোনটা স্পেশাল না: সাকিব

খেলা ডেস্ক: মাগুরাতে ঈদ পালন করাটা সবচেয়ে বেশি উপভোগ করেন বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

অনলাইনে ইয়ামাহা বাংলাদেশ-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব জানান, গত কয়েক বছর মাগুরাতে ঈদ পালন করা হচ্ছে না। কিন্তু মাগুরাতে ঈদ পালন করা আমি সবথেকে বেশি উপভোগ করি।

‘স্বাভাবিকভাবে সব বন্ধুর সঙ্গে দেখা হওয়া…সকালবেলা নামাজ থেকে শুরু করে খাওয়া-দাওয়া…আসলে ঈদের দিন ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি সময় মজার হয়। সেটা মাগুরাতে থাকলে। আর কোথাও এটা হয় না। সেজন্য মাগুরার ঈদ বাদে অন্য কোনটা আমার কাছে স্পেশাল না।’

সাকিব বলেন, এবারও মাগুরাতে ঈদ করতে পারলে খুবই ভালো লাগত। আমি মিস করি। বন্ধুরাও মিস করে। শুধু ওরাই নয়, অনেক আত্মীয় আছেন যারা আশে-পাশে থাকেন।

‘এই ঈদের সময় তাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকে। সেই সুযোগও নেই করোনার কারণে। অনেক বেশি সাদামাটা ঈদ গেছে।’

করোনার মহামারিতে বিপর্যস্ত ভারত থেকে ফেরায় সাকিব ও মোস্তাফিজ ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে আছেন। দুইবার করোনা নেগেটিভ আসার পর তাদের কোয়ারেন্টাইন শিথিল করার আবেদন করা হয়েছিল।

কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের কোয়ারেন্টাইন কমাননি। ফলে এবার তাদের ‘কোয়ারেন্টাইন ঈদ পালন করতে হচ্ছে। ঈদ কেমন কাটল এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘২৪ ঘণ্টা রুমে কাটিয়ে দিয়েছি।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর