chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্ট ২০২১ এর আজকে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।

দিনের প্রথম খেলায় ইউসুফ গণি চৌধুরী দল ২ উইকেটে আবু জাফর দলকে পরাজিত করে। জয়ী দলের খেলোয়াড় তন্ময় পাটোয়ারী দিপুর অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। ব্যাট হাতে ২০ বলে ২০ এবং বল হাতে ৪ ওভারে ১২ রাত খিরচায় নিয়েছেন একটি উইকেট।

দিনের অপর খেলায় শহীদ শামসুল আবেদীন দল ৩ রানে জালাল উদ্দীন আহমেদ দলকে পরাজিত করে। শহীদ শামসুল আবেদীন দলের ব্যাটসম্যান শোয়াইব অপরাজিত ১৩ বলে ২৫ রান করে ম্যান অব দ্যা ম্যাচের খেতাব অর্জন করেছে।

আগামীকাল ৩ মার্চ ২০২১ইং সকাল ৯ টায় টুর্নামেন্টের ১ম সেমি ফাইনালে আলহাজ্ব রাশেদ আজগর চৌধুরী দল বনাম শহীদ শামশুল আবেদীন দল এবং দুপুর ১ টায় ২য় সেমি ফাইনালে জালাল উদ্দীন আহমেদ দল বনাম আব্দুর রশিদ দল পরস্পরের মোকাবেলা করবে।

সংক্ষিপ্ত স্কোর :

প্রথম ম্যাচ :

ইউসুফ গণি চৌধুরী দল – ৯৯/৬ (২০ ওভার)

তন্ময় পাটোয়ারী দিপু – ২০ (২০)*
ওমর ফারুক – ১৮ (৩০)

আবু জাফর দল – ১০০/৮ (১৯.৪ ওভার)
মামুন – ২৮ (৩৫)
রাসেল – ২৬ (৩০)
তন্ময় পাটোয়ারী দিপু ৪ – ০ – ১২ – ১

ফলাফল : ইউসুফ গণি চৌধুরী দল ২ উইকেটে জয়ী

দ্বিতীয় ম্যাচ :

শহীদ শামসুল আবেদীন দল – ১২৬/৭ (২০ ওভার)
তারেক কামাল ৩৭ (৩১)
শোয়াইব – ২৫ (১৩)*
তৌহিদুল – ৪ -০ – ২৩ – ২

জালাল উদ্দীন আহমেদ দল – ১২৩/৭ (২০ ওভার)
রেজাউল করিম ৩৫ (২০)*
সাজ্জদুল – ২৪ (২৭)
মনিরুজ্জামান – ৪ – ০ – ২১ – ২

ফলাফল : শহীদ শামসুল আবেদীন দল ৩ রানে জয়ী

ইনি/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর