chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে খাবারের অতিরিক্ত মূল্য আদায় করায় ৫ দোকান বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দোকানীরা খাবারের অতিরিক্ত মূল্য আদায় করায় ও মূল্য তালিকা না থাকায় প্রক্টরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের পাশের ৫টি খাবারের দোকান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টা সহকারী প্রক্টর নাজমুল আলম মুরাদ এ তথ্য জানান।

সহকারী প্রক্টর নাজমুল আলম মুরাদ বলেন, সমাজবিজ্ঞান ঝুপড়িতে কয়েকজন দোকানদার খাবারের দাম বেশি রাখছিলো। আমরা খোঁজ নিয়ে জানতে পারি তাদের কাছে মূল্য তালিকাও নেই। আমরা তাৎক্ষণিকভাবে তাদের দোকান বন্ধ করে দিয়েছি। তাদেরকে কিছুক্ষণ সময় দেওয়া হবে। এরমধ্যে মূল্য তালিকা সংযুক্ত করতে না পারলে এবং আবারও যদি বেশি দাম রাখে তাহলে পুরো ভর্তি পরীক্ষার সময় তাদের দোকান বন্ধ থাকবে। এছাড়াও প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনা করে বাকি ব্যাবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, শুক্রবার আমরা কয়েকটি অভিযোগ পেয়েছিলাম যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ ব্যাপারে চালক সমিতির সঙ্গে আলোচনা হয়েছে। আর কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি আদায় করে এবং আমরা জানতে পারি তাহলে তাৎক্ষণিকভাবে ওই রিকশা ক্যাম্পাসে নিষিদ্ধ করা হবে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর