chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের যুবক আবুধাবিতে স্পিডবোট দুর্ঘটনায় নিহত

আবুধাবিতে এরাবিয়ান গালফে মাছ ধরতে গিয়ে স্পিডবোট উল্টে মোক্তার হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত ও দুইজন আহত হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে মাছ ধরে ফিরার সময় বোটটি একটি ব্রিজের পিলারের সাথে ধাক্কা খেলে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোক্তার হোসেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখীল গ্রামের শরীফ পাড়া গ্রামের মৃত আহমদ হোসেনের ছেলে। আহত দুইজন জোবায়দুল করিম জুবায়ের ও নবী হোসেনও চট্টগ্রামের বাসিন্দা।

জানা যায়, রবিবার বিকেলে প্রবাসী ব্যবসায়ী জোবায়দুল করিম জুবায়ের তার বোট নিয়ে মোক্তার হোসেন ও নবী হোসেনসহ আবুধাবির এরাবিয়ান গালফে মাছ ধরতে যান। তারা মাছ ধরে একটি দ্বীপে উঠেন। সন্ধ্যার দিকে ফেরার সময় তাদের বোটটি বিকল হয়ে পড়লে তারা রিকভারির শরণাপন্ন হন। রিকভারি বোট এসে তাদের বোটকে টেনে কূলে আনার সময় রশি ছিড়ে বোটটি পার্শ্ববর্তী একটি ব্রিজের পিলারের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। অপর দুইজন সাঁতরে বোটটি আঁকড়ে ধরে জীবন রক্ষা করলেও সাঁতার না জানা মোক্তার পানিতে তলিয়ে যান। পরে মোক্তারের লাশ উদ্ধার করা হয়।

মোক্তারের লাশ বর্তমানে আবুধাবির বানিয়াসস্থ হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে লাশ দেশে পাঠানো হবে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর