chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে এক-তৃতীয়াংশই চামড়া অবিক্রিত,ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাজ

চট্টগ্রামে নগরীর আতুরার ডিপো এলাকায় কাঁচা চামড়া বিক্রির সবচেয়ে বড় আড়ত । আড়তে গুলতে থরে থরে সাজানো লবণযুক্ত চামড়ার স্তূপ। এসব চামড়ার ক্রেতা ঢাকার ট্যানারি মালিকরা কিন্তু গেলো ১৫ দিন ধরে আড়তে পড়ে আছে এসব চামড়া।

চট্টগ্রামে কোনো ট্যানারি না থাকায় ঢাকার ট্যানারি মালিকদের অপেক্ষায় আছেন আড়তদাররা। এখন পর্যন্ত তাদের সাড়া নেই, মিলছে না কাঙ্ক্ষিত দামও। এখনো পযন্ত কোরবানি পশুর সংগৃহীত চামড়ার এক-তৃতীয়াংশই এখনও অবিক্রিত রয়ে গেছে। ফলে লোকসানের শঙ্কায় করছে চট্টগ্রামের আড়তদাররা।

হঠাৎ চট্টগ্রামের চামড়া থেকে ঢাকার ট্যানারি মালিকদের না নেয়ার কারণ জানেন না আড়তদার সমিতির নেতারাও।

চট্টগ্রামের কাঁচা চামড়া আড়তদার সমিতির সভাপতি মুসলিম উদ্দিন বলেন, এবছর চট্টগ্রামে ৪ লাখ লক্ষ্যমাত্রার বিপরীতে শেষ পর্যন্ত সংগ্রহ হয়েছে ৩ লাখ চামড়া। বাণিজ্যমন্ত্রণালয়ের নির্ধারিত দামে আমরা চামড়া কিনে।এরপর সামান্য লাভে আমরা তা বিক্রি করার চেষ্টা করি। কিন্তু ঢাকার ট্যানারি মালিকদে অনিহা কারণে বড় লোকসানে পরবো আমরা।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর