chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৫৪ ধারায় গ্রেফতার,অধিকতর শুনানির সিদ্ধান্ত আপিল বিভাগের

বিনা ওয়ারেন্টে গ্রেফতার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা এবং রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারা সংশোধনের নির্দেশনার বিষয়ে অধিকতর শুনানির সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) ৫৪ ধারা নিয়ে হাইকোর্টের আদেশ বাতিলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় বিনা পরোয়ানায় গ্রেফতারের বিষয়ে ৬টি পয়েন্টের ব্যাপারে অধিকতর শুনানির নির্দেশ দেন আদালত। হাইকোর্টের আদেশ অনুযায়ী, গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার ব্যক্তির পরিবারকে ফোন করে গ্রেফতারের বিষয়ে জানাতে হবে পুলিশকে।

এ ছাড়াও গ্রেফতারের পর পুলিশকে গ্রেফতারের সময় উল্লেখসহ আসামির স্বাক্ষর নিতে হবে বলেও উচ্চ আদালতের আদেশে বলা হয়।

এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিনা পরোয়ানায় গ্রেফতার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারা সংশোধনের নির্দেশনার বিষয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করে রাষ্ট্রপক্ষ।

কিছু নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল ২০১৬ সালের ২৪ মে খারিজ করে দেন আপিল বিভাগ।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর