chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বামীর স্বীকৃতি পেতে সন্তান নিয়ে আদালতের বারান্দায় এক নারী

ডেস্ক নিউজঃ প্রথমে পরিচয়, এরপর সম্পর্ক থেকে বিয়ে। কয়েকবছর একসাথে পথচলায় তাদের একটি কন্যা সন্তানও পৃথিবীতে আসে। তবে পারিবারিক নানা কারণে গত একবছরে ধীরে ধীরে সম্প্রতি দুজনের মধ্যে শুরু হয় মনোমালিন্য। চলে আসে দূরত্ব, বাড়ে কলহ। স্বামীর স্বীকৃতি পেতে তাই কোলে সন্তান নিয়ে আদালতে একটি মামলা করেন নারী। তার চাওয়া স্বামীকে নিজের মত করে ফিরে পাওয়া।

তিনি বলেন, আমি প্রতরিত হয়েছি, তাই আমার স্বামীর নামে মামলা করেছি। সন্তানের কথা ভেবে আমি আদালতে ন্যায় বিচার চেয়েছিলাম।

পুরো বিষয়টি আমলে নেন আদালত। রাষ্ট্রের কৌশুলি জানান, সন্তানের কথা বিবেচনা করে দুজনের সম্মতিতে আদালতে বিয়ের কথা ভাবা হচ্ছে। তবে সোমবার (৭ আগস্ট) সেটি হবার কথা থাকলেও স্বামী সাগরের আবেদনের প্রেক্ষিতে নতুন করে আবার ১৭ আগস্ট দিন ধার্য্য করেন আদালত। এরপরই জামিনের শুনানি হবে সাগরের।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত চৌধুরী বলেন, আমরা বিয়ের বিষয়ে আজকেই প্রস্তুতি নিয়েছিলাম। তবে আইনি কারণে তা হয়নি। তবে আগামী ১৭ আগস্ট উভয়পক্ষের শুনানির মধ্যে দুইজনের বিয়ে সম্পন্ন হবে।

চট্টগ্রামের জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আমরা আদালতকে অনুরোধ করেছি, স্বামী সাগর যেহেতু বিয়ে করতে চাচ্ছে তাকে বিয়ে করার অনুমতি দেয়া হোক।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর