chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিখোঁজ মাকে জীবিত উদ্ধার করে সন্তানের কাছে পৌছে দিল পুলিশ

পথ হারিয়ে ঘুরতে ঘুরতে রাঙামাটি শহরের বিএডিসি কলোনিতে চলে গিয়েছিলেন রাঙ্গুনিয়া উপজেলার বেতছড়ির বাসিন্দা বৃদ্ধা শহিদা বেগম (৬৫)।

গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তাকে উদ্ধার করে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশ। তবে মানসিক ভারসাম্যহীন এ বৃদ্ধা নিজের নাম-পরিচয়, আত্মীয় স্বজন কারো বিষয়েই কিছু জানাতে পারেনি।

পরে পুলিশ নিজ দায়িত্বে বৃদ্ধার থাকা ও খাবারের ব্যবস্থা করে স্বজনদের সন্ধান চেয়ে বিভিন্ন থানায় ও সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধার ছবি দেন। আজ বুধবার সকালে তার ছেলে মো. আমির হোসেন পুলিশের সাথে যোগাযোগ করে তার নিখোঁজ মাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

ছেলে আমির হোসেন জানান, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কদিন আগে তার মা নিখোঁজ হয়েছিলেন। অনেক খুঁজেও তাকে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরী করতে গেলে তার মায়ের সন্ধান মেলে।

খুঁজে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়ে মাকে আনন্দে বাড়ি নিয়ে যায় ছেলে আমির হোসেন।

এসব তথ্য নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা ওসি মো. আরিফুর আমিন জানায়, মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা মাকে জীবিত উদ্ধার করে তার সেবা করতে পেরে এবং সন্তানের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশী লাগছে।

তিনি এমন মানবিক কাজের জন্য তার থানার পুলিশ সদস্যদের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর