chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে ‘নির্বাচনের বলি’ হলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

কর্ণফুলী প্রতিনিধি: ইউপি নির্বাচনের একদিন পর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় রমজান আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নির্বাচনী সহিংসতায় নিহত রমজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক।

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার পাথরঘাটা বাসুগোষ্ঠীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রমজান আলী ইছানগর গ্রামের বাদশা ফকিরের ছেলে।

গতকাল বুধবার চরপাথরঘাটায় শেষ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে নির্বাচিত সাইদুল হক ও অন্য প্রার্থী মো. ইছাকের সাথে দ্বন্ধ চলছিল। নিহত রমাজন ইছহাকের সমর্থনে নির্বাচনে কাজ করেছিলেন।

স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধ্যায় মেম্বার প্রার্থী মো. ইছাকের সমর্থক রমজান আলী বাজার করতে যাওয়ার সময় ইছানগর গ্রামের নূর মোহাম্মদ সওদাগরের দোকানের সামনে নির্বাচিত প্রার্থী সাইদুল হক মেম্বারের সমর্থক শহিদুল ইসলাম ও খোরশেদ তার পথরোধ করেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে সাইদুল মেম্বারের সমর্থকরা রমজান আলীকে মারধরের পর উপর্যুপরি ছুরিকাঘাত করেন।

পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্যটি চট্টলার খবরকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, উপজেলার মধ্যম ইছানগর গ্রামে রমজান আলী নামক একজনকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে শুনেছি। এ বিষয়ে থানায় এখনও কেউ অভিযোগ করেনি। তবে হামলাতে অংশ নেওয়াদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

এই বিভাগের আরও খবর