chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকরিয়ায় তিন বসতঘর পুড়ে ছাই

চট্টলা ডেস্ক : বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে দুই ভাইয়ের মালিকানাধীন তিনটি বসতঘর। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বুড়িপুকুরস্থ হিন্দুপাড়ায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের এক ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সাইফুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনে নিরঞ্জন ও কালু দে’র বসতঘর পুড়ে গিয়ে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তিনি তাক্ষনিক জানাতে পারেনি।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। তাছাড়াও চিরিংগা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জসীম উদ্দিন, নবনির্বাচিত চেয়ারম্যান জামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর