chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হেফাজতের ৫ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বিক্ষোভ মিছিল থেকে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় হেফাজতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে পটিয়া উপজেলার জিরি ও শোভনদন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, পটিয়া জিরি ইউনিয়নের মো. জসিম উদ্দিন ও মো. খোরশেদ আলম এবং শোভনদন্ডী ইউনিয়নের ইমতিয়াজ হোসেন, মৌলানা মুফতি আরিফুল ইসলাম ও মো. বেলাল উদ্দিন।

তথ্যটি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি বলেন গত ২৬ মার্চ পুলিশ-হেফাজতের সংঘর্ষকে ইস্যু করে বিক্ষোভ মিছিল বের করে পটিয়া আল জামিয়া মাদ্রাসা ও জিরি মাদ্রাসার শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি থানার সামনে এলে তারা পটিয়া থানার সিকিউরিটির রুমের গ্লাস ও লাইট ভাংচুর করে।

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ৭শ নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে এ ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনকে চিহ্নিত করে অভিযানে নামে পুলিশ।

জিরি ও শোভনদন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পুলিশ হেফাজতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে। পর্যায়ক্রমে এই হামলার ঘটনায় সাথে জড়িত সকলকেই গ্রেফতার করা হবে জানায় ওসি।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর