chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেসি খেলা বন্ধ করার পর টিভি বাইরে ছুঁড়ে ফেলব: ভিয়েরি

খেলা ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয় না এমন লোক খুব কম পাওয়া যাবে। এই জাদুকরের ভক্ত বনে গেছেন অনেক কিংবদন্তিও। ব্যতিক্রম নন ইতালির কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ান ভিয়েরিও।

ভিয়েরি মেসির খেলা এতোটাই ভালবাসেন যে বার্সা তারকার অবসরের পর ঘরে টিভি রাখারও প্রয়োজন মনে করেন না।

বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে লিওনেল মেসির বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন মেসি। এছাড়া পুরো ম্যাচে বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করেছিলেন তিনি। যা মুগ্ধ করেছে জুভেন্টাসের সাবেক তারকা খেলোয়াড় ভিয়েরিকে।

ম্যাচ শেষে সিবিএস স্পোর্টসকে ভিয়েরি বলেন, ‘অসাধারণ বার্সেলোনা। কোনো লড়াই-ই ছিল না। তারা ছয় বা সাত গোল করতে পারত সহজেই। দুর্দান্ত ফুটবল খেলেছে।’

মেসির প্রশংসায় তিনি বলেন, ‘মেসি একজন জাদুকর। সে ফুটবলের হ্যারি পটার। যখন সে খেলা বন্ধ করে দেবে, আমি আমার টিভিগুলো বাইরে ছুঁড়ে ফেলব। তখন আর আমার টিভির কোনো প্রয়োজন থাকবে না। আমি তখন নেটফ্লিক্স দেখব। কারণ মেসি থেমে গেলে দেখার মতো আর কিছুই বাকি থাকবে না।’

জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ নিয়ে ভিয়েরির ভাষ্য, আরেকটা ম্যাচ গেলো, আরেকটা সুন্দর পারফরম্যান্স দেখলাম। আমি জানি না, তারা কীভাবে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়েছিল।

‘জুভেন্টাসের বিপক্ষে ম্যাচটি দেখলেই বোঝা যায়, এ দল (বার্সা) চলতি বছর কারও বিপক্ষেই আর হারতে পারে না। তারা যেভাবে খেলেছে, হারা সম্ভবই নয়।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর