chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মদ কোম্পানির অ্যাম্বাসেডর হলেন মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি এবার একটি মদ কোম্পানির অ্যাম্বাসেডর হয়েছেন। যুক্তরাষ্ট্রের ওই মদ কোম্পানিটির নাম মিশেলব আল্ট্রা।

তবে কোম্পানিটির সঙ্গে মেসির সম্পর্ক নতুন কিছু নয়, আগে থেকেই তাদের সঙ্গে চুক্তি ছিল এই ফুটবল তারকার।

২০২০ সালের সেপ্টেম্বর থেকেই মেসি বিখ্যাত একটি মদ কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। এবার সেটির অ্যাম্বাসেডর হয়ে অফিসিয়াল প্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এর আগে মেসি বার্সেলোনায় থাকাকালীন ১৬০ জন গোলরক্ষককে (যারা প্রতিপক্ষ হিসেবে মেসির গোল হজম করেছেন) ৬৪৪ বোতল মদ পাঠিয়েছিল কোম্পানিটি। তাতে খবরের শিরোনাম হয়েছিলেন আর্জেন্টাইন তারকা।

গত ১১ ডিসেম্বর কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, ২০২৪ সালের কোপা আমেরিকায় তারা অফিসিয়াল বিয়ার স্পনসর হবে। সামাজিক মাধ্যমে ওই মদ কোম্পানি জানিয়েছে, ‘আমরা ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত যে, লিও মেসি আনুষ্ঠানিকভাবে ২০২৪ সাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন! আমাদের অফিসিয়াল ক্রীড়াবিদ হিসেবে তিনি মাঠে নামবেন , সেটি দেখার জন্য আমরা আর অপেক্ষা করতে পারছি না!’

 

 

 

জয়/চখ

এই বিভাগের আরও খবর