chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আর্জেন্টিনার রুল্লি লা লিগা ছেড়ে ডাচ ক্লাবে

আর্জেন্টাইন ফুটবলাররা শীতকালীন দলবদলের বাজার গরম করে রেখেছেন। বিশ্বকাপ জয়ী তরুণ এনজো ফার্নান্দেজের পিঠে মোটা অঙ্কের ‘প্রাইস ট্যাগ’ সেঁটে দিয়েছে বেনফিকা। তাকে দলে নিতে আগ্রহী ইউরোপের বেশ কিছু জায়ান্ট ক্লাব।

বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী আর্জেন্টাইন গোলরক্ষককে ভালো দাম পেলে বিক্রি করতে চায় অ্যাস্টন ভিলা। আকাশি-সাদাদের মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারে চোখ রাখছে অনেক ক্লাব। এমনকি বুড়ো ওটামেন্ডিকে পর্যন্ত নজরে রাখছে স্পেনের বেশ কিছু ক্লাব।

ওই দলবদলের খবরগুলো গুঞ্জনের পর্যায়ে রয়ে গেছে। তবে লা লিগার ক্লাব ভিয়ারিয়ালে খেলা ৩০ বছর বয়সী আর্জেন্টাইন গোলরক্ষক জিরোনিমো রুল্লিকে দলে ভেড়াচ্ছে ডাচ ক্লাব আয়াক্স। চুক্তির ব্যাপারে দুই পক্ষ সম্মত হয়ে গেছে। তাকে কিনতে ১০ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে আয়াক্সের।

দলবদলের বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, বৃহস্পতিবার মেডিকেল ও চুক্তি সম্পন্ন করতে রুল্লির আমস্টারডামে যাওয়ার কথা। এর আগে রুল্লি ২০২০ সালে ভিয়ারিয়ালে আসেন। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে গোলবারে দুর্দান্ত খেলেছেন তিনি। তার দলও প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছে।

 

সাআ / চখ

 

 

এই বিভাগের আরও খবর