chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে শিয়াদের তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাজপথে কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে  শোক মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়। শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোররা কালো পোশাক পরে খালি পায়ে মিছিলে অংশগ্রহণ করেন। শোকাবহ কারবালার নানা ঘটনাবলি তাদের মাতমে প্রকাশ পায়।

মঙ্গলবার (০৯ আগস্ট) মাওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে সদরঘাট ইমাম বাড়ি এলাকা থেকে সকাল ১১টার দিকে শোক মিছিল বের হয়। এ সময় তাজিয়া, প্রতীকী কফিন, পতাকা, স্লোগান দিয়ে মাতম করতে থাকে তারা। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

মিছিলটি নিউমার্কেট মোড়, কালীবাড়ী মোড়সহ গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমাম বাড়িতে গিয়ে ঐতিহ্য অনুযায়ী দিনব্যাপী শিয়াদের চিরায়ত আচার-অনুষ্ঠান, আলোচনা আর প্রার্থনা করছে।

মাওলানা আমজাদ হোসেন বলেন, কারবালার ঘটনা স্মরণে প্রতিবছর শোকাবহ তাজিয়া মিছিল বের করি আমরা। কারবালার শহীদদের জীবন ও কর্ম নিয়ে ইমাম বাড়িতে ভাবগম্ভীর পরিবেশে আলোচনা, শোকগাথা, প্রার্থনার আয়োজন হবে।

আইএইচ/মআ/চখ

এই বিভাগের আরও খবর