chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কলকাতায় কারাতে স্বর্ণপদক পেল চট্টগ্রামের সৃজন

ডেস্ক নিউজঃ ভারতের অন্যতম ঐতিহ্যবাহী কারাতে সংগঠন অল ইন্ডিয়া সেই শিনকাই সিতোরিও কারাতে-দো ফেডারেশনের আয়োজনে ৩০ ও ৩১ জুলাই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে হয়ে গেল কলকাতার সবচেয়ে বড় কারাতে প্রতিযোগিতা ‘৬ষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা ২০২২’।

প্রতিযোগিতায় অন্যান্য দেশের প্রতিযোগীদের সাথে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশগ্রহণ করে (অনুর্ধ্ব ১০-১২ বয়স ক্যাটাগরিতে) চট্টগ্রামের সন্তান অরণ্য চৌধুরী সৃজন। দুটি ইভেন্টে অংশ নিয়ে সে একটিতে স্বর্ণপদক ও অন্যটিতে রৌপ্যপদক লাভ করেছে।

অরণ্য চৌধুরী চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাব কারাতে এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদারের ছাত্র এবং জামালখান ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও এলবিএর শুভাকাঙ্খী দীপংকর চৌধুরীর সন্তান ও জামালখান নির্মল অপটিক্যালের সত্ত্বাধিকারী নির্মল চৌধুরী এবং নীলিমা চৌধুরীর পৌত্র।

চখ

এই বিভাগের আরও খবর