chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজার মহাসড়কে সিএনজি চালিয়ে গুনল জরিমানা

ডেস্ক নিউজ: চট্টগ্রামের চন্দ্রনাইশ উপজেলার ওপর দিয়ে যাওয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১১ টি সিএনজি জব্দ করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

গতকাল সোমবার (৩০মে) বিকেল ৩টায় মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার আটকের অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। পরে চন্দনাইশ পৌরসভা ও হাশিমপুর ইউনিয়নে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালানো হয়।

অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে আটক করা প্রতিটি সিএনজি অটোরিকশাকে ২ হাজার টাকা করে ২২ হাজার টাকার জরিমানা করে।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, মহাসড়কে দ্রুত এবং ধীরগতির বাহন এক সঙ্গে চলাচলের কারণে সড়ক দুর্ঘটনার বেড়েই চলছে। মহাসড়কে যাতে সিএনজিচালিত অটোরিকশা চলতে না পারে সেজন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এ ধরনের যানবাহন ঝুঁকিপূর্ণভাবে মহাসড়কে চলাচল করছে। অভিযান চালিয়ে অভিযানের পাশাপাশি সিএনজি জব্দ করা হয়েছে।

আরকে/নচ/চখ

 

 

এই বিভাগের আরও খবর