chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কঠিন শর্তে বিদেশ যেতে পারবেন জ্যাকলিন

ডেস্ক নিউজ: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের  ২০০ কোটি রুপি প্রতারণা মামলায় নাম জড়ানোর জন্য ভারতের বাইরে পা রাখার অনুমতি ছিল না।

একটি পুরস্কার অনুষ্ঠান উপলক্ষে তার আবু ধাবি যাওয়ার প্রয়োজন, যারজন্য তিনি আদালতের কাছে অনুমতি প্রার্থনা করেছিলেন কিছুদিন আগে।

শনিবার (২৮ মে) আদালতের তরফেই তাকে বিশেষ ছাড়পত্র দেওয়া হল। তবে সঙ্গে জুড়ে দেওয়া হলো শর্ত।

আদালত জানিয়েছে, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত আবু ধাবি, সংযুক্ত আরব আমিরশাহী ভ্রমণের অনুমতি পাবেন জ্যাকলিন। এই সময়সীমার মধ্যে তার বিরুদ্ধে লুক আউট সার্কুলার বা এলওসি স্থগিত থাকবে। তবে দেশে ফেরার নিশ্চয়তা বাবদ অভিনেত্রীকে ৫০ লক্ষ টাকা জমা রাখতে হবে।

শুধু তাই নয়, তিনি আরবের কোথায় কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন, সেই সম্পর্কিত বিশদ তথ্যপ্রমাণ দিয়ে যেতে হবে তাকে। আর শর্ত ভঙ্গ করে না ফিরলে জ্যাকলিনের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়েছে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর