chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএনপি নেতাদের অশালীন ভাষা পরিহারের আহ্বান মাহবুবুলের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ দলটির নেতাদের অশালীন ভাষা পরিহারের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

তিনি বলেন, আওয়ামী লীগ কচু পাতা পানি নয় যে, ধাক্কা দিয়ে ফেলে দিবেন। কোনো আন্দোলন সংগাম করে লাভ হবে না। মির্জা ফখরুলরা কয়েক দিন ধরে অসভ্য, অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্য পরিহার করে জনগণের জন্য রাজনীতি করুন।

সোমবার (৩০ মে) দুপুর ১২ টায় নগরীর পাঁচলাইশের দি কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে মহানগর যুবলীগের সম্মেলনে মাহবুব এসব কথা বলেন।

মাহবুব বলেন, জাতীয় সরকারসহ তত্ত্বাবধায় সরকারের কথা বলে কিছু বুদ্ধিজীবীরা মন্ত্রীসভার সদস্য হওয়ার খায়েশ হয়েছে। কারণ উনারা জানেন সংবিধান অনুযায়ী জনগণের নির্বাচনে উনারা মন্ত্রী হতে পারবে না। র‌্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর সেনশনে বিএনপি উৎফুল্ল হয়ে গেছেন। তারা ভাবছেন এ নিয়ে সরকারকে বেকাদায় ফেলতে পারবে। কোনো আন্দোলনের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ আন্দোলনকে ভয় পায় না। প্রধানমন্ত্রীর অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

আওয়ামী লীগের এই যুগ্মসাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় কখনই শ্রীলঙ্কার মতো হবে না। করোনা মহামারীর মধ্যে দেশ কৃষি খাত, পোশাক রপ্তানিসহ, রেমিটেন্স বেড়েছে। যারা দেশ শ্রীলঙ্কার হবে বলে দিবা স্বপ্ন দেখছেন তারা বোকার স্বর্গে বসে আছেন।

এ সময় হানিফ আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

মহানগর যুবলীগের আহ্বয়ক ফরদি উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ,শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দী, সিডিএর চেয়ারম্যান জহিরুল দোভাষসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর