chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঘোষণা ছাড়া বেড়েছে বেকারি পণ্যের দাম-সুজনের উদ্বেগ প্রকাশ

চট্টলা ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, ভারত থেকে গম রপ্তানি সাময়িক বন্ধের ঘোষণায় দেশে হঠাৎ করেই গমের দাম বৃদ্ধি করেছে এক শ্রেণীর লোভী ব্যবসায়ী চক্র।

আর এ সুযোগে জনগনের উপর চড়াও হয়েছে রেস্টুরেন্ট মালিক ও বেকারি পণ্য বিক্রেতাগণ। কোন ধরনের ঘোষণা ছাড়াই পরোটা, নানরুটি, সিঙ্গারা, বিস্কুট, পাউরুটি ছাড়াও বিভিন্ন রকমের মিষ্টির দাম বেড়ে গেছে।

রেস্টুরেন্টের পরোটা, নানরুটি, সিঙ্গারার দাম বৃদ্ধির পাশাপাশি আকারেও ছোট করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্রান্ডের বেকারি মালিকগন তাদের উৎপাদিত পণ্যের ইচ্ছেমতো দাম আদায় করছে।

একদিকে দাম বৃদ্ধি করা হয়েছে অন্যদিকে পণ্যের ওজন কমিয়ে ক্রেতাদের ঠকানো হচ্ছে বলে মন্তব্য করে গমের মূল্য বৃদ্ধির অজুহাতে রেস্টুরেন্ট ও বেকারি পণ্যের দাম বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুজন।

আজ মঙ্গলবার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করে বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে কোন পণ্য কতো ওজনে এবং কতো দামে বিক্রয় করা হবে। তাই ব্যবসায়ীদের ভোক্তা অধিদপ্তরের নীতিমালা অনুসরন করারও তাগিদ দেন তিনি।

তিনি আরো বলেন, দাম বৃদ্ধির ফলে রেস্টুরেন্টের খাবার খেতে যারা অভ্যস্ত তারা চাপে পড়েছেন। সরকারের ত্বড়িৎ পদক্ষেপের ফলে গমের দাম কমতে শুরু করলেও রেস্টুরেন্ট ও বেকারি পণ্যের দাম অপরিবর্তিত থেকে গেছে। ফলে বর্ধিত দামেই পণ্য ক্রয় করতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

অত্যধিক লাভ করতে গিয়ে বিভিন্ন অজুহাতে তারা প্রতিনিয়ত ক্রেতাদের ঠকাচ্ছে। এতে লোকসানের মুখে পড়ছে ভোক্তাগণ। এভাবে প্রতিনিয়ত মূল্য বৃদ্ধির যাতাকলে পড়ে জনগনের নাভিশ্বাস চরমে উঠেছে।

আর আমাদের ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে যখন কোন পণ্যের দাম বাড়ে তখন তারা সে অজুহাতে দাম বৃদ্ধি করে কিন্তু পরবর্তীতে দাম কমলেও তারা আর সে পণ্যের দাম কমায় না। পণ্যের দাম বৃদ্ধির সাথে দাম কমানোর কোন সমন্বয় নেই ব্যবসায়ীদের।

তারা সর্বদা জনগনকে ঠকানোতে ব্যস্ত থাকে। তাই ব্যবসায়ীদের প্রতি অনুরোধ থাকবে পণ্যের মূল্য বৃদ্ধির সাথে সমন্বয় করে দাম বৃদ্ধি করুন। কিন্তু অযথা ক্রেতাদের কষ্ট দিবেন না। এতে করে আপনাদের ব্যবসাও নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়।

জনসাধারণকেও এ ব্যাপারে সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি। সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সারাদেশে বেশ কিছু প্রশংসনীয় কর্মকান্ড পরিচালনা করেছে। তাই ভোক্তাদের স্বার্থে প্রতিনিয়ত এ ধরণের অভিযান পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান খোরশেদ আলম সুজন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর