chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেসরকারিভাবে হজের ন্যূনতম খরচ প্রায় ৪ লাখ ৬৪ হাজার

ডেস্ক নিউজ: বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে জনপ্রতি ন্যূনতম ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা খরচ হবে বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব)।

বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর কাকরাইলে সকালে এক সংবাদ সম্মেলনে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন।

এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫৩ হাজার ৫৮৫ জন।

যারা হজ পালনে গিয়ে কোরবানি দিতে চান, তাদের খরচ আরও বাড়বে বলেও জানিয়েছেন হাব সভাপতি।

তিনি বলেন, ‘কোরবানির খরচ বাবদ প্রত্যেক হজযাত্রীকে ৪১০ সৌদি রিয়াল সমপরিমাণ ১৯ হাজার ৬৮৩ টাকা আলাদাভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে।’

বেসরকারি ব্যবস্থাপনায় ন্যূনতম খরচ নির্ধারণ করা প্যাকেজটির নাম দিয়েছে ‘সাধারণ প্যাকেজ’। এ ছাড়াও প্রত্যেক এজেন্সি নিজ নিজ স্পেশাল প্যাকেজ করতে পারবেন, তবে কোনো প্যাকেজই হাব ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যের চেয়ে কম হবে না।

শাহাদাত হোসাইন বলেন, ‘সাধারণ প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরিফের বাইরের চত্বরের সীমানার এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।’

প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো ফি আরোপ করলে তা হজযাত্রীকে পরিশোধ করতে হবে বলেও জানিয়েছে হাব।

মআ/চখ

এই বিভাগের আরও খবর