chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেড়েছে বেসরকারি খাতে ঋণপ্রবাহ

অর্থনীতি ডেস্কঃ করোনার প্রকোপ কমতে থাকায় চাঙা হয়ে উঠেছে দেশের অর্থনীতি। ফলে গতি ফিরছে দেশের বেসরকারি খাতের ঋণ প্রবাহেও

বাংলাদেশ ব্যাংক গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) দেশে অভ্যন্তরীণ ঋণপ্রবাহের যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, ডিসেম্বর মাসে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধি নভেম্বরের চেয়ে শূন্য দশমিক ৫৮ শতাংশ পয়েন্ট বেড়ে ১০ দশমিক ৬৯ শতাংশে উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বরে বার্ষিক ১০ দশমিক ৬৮ শতাংশের তুলনায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ২০২২ সালের জানুয়ারিতে ১১ দশমিক ০৭ শতাংশে দাঁড়িয়েছে। বেসরকারি খাতের ব্যাংকগুলোর ঋণ ২০২২ সালের জানুয়ারির শেষে ১২ লাখ ৬৬ হাজার ২৫৭ দশমিক ৪ কোটি টাকায় দাঁড়িয়েছে যা এক মাস আগে ১২ লাখ ৬৩ হাজার ২৪৭ দশমিক ৪০ কোটি টাকা ছিল।

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৩ হাজার ১৬৬ কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ৫৩ দশমিক ৯৭ শতাংশ বেশি। গত অর্থবছরের এ পাঁচ মাসে আমদানি হয়েছিল ২ হাজার ২৪ কোটি ডলারের পণ্য।

এছাড়া জুলাই-নভেম্বর সময়ে ইপিজেডসহ অন্যরা বিভিন্ন ধরনের পণ্য রফতানি করে এক হাজার ৮৬৩ কোটি ৬০ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ৬৫ শতাংশ বেশি।

এ প্রসঙ্গে ব্যাংকাররা বলেছেন, বেশি পরিমাণে আমদানি বৃদ্ধি, বিশেষ করে মূলধনী যন্ত্রপাতির আমদানি বাড়ার ফলে বেসরকারি খাতের ঋণ বাড়ছে। দেশি-বিদেশি অর্থনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে পুনরুদ্ধারের মধ্যে ব্যবসায়ীরা ব্যাংক থেকে আবার ঋণ নেওয়া শুরু করেছেন। এরপর থেকে ঋণপ্রবাহ ধারাবাহিকভাবে বাড়তে থাকে।

সিশা/চখ