chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওয়েবফিল্মে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী পলক

ডেস্ক নিউজ: অভিনয়ের খাতায় নাম লেখাতে যাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ওয়েবফিল্মে অভিনয় করবেন মন্ত্রী।   সেখানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে দেখা যাবে।

জানা গেছে, ওয়েবফিল্মের নাম ফ্রিল্যান্সার নাদিয়া’। নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত এই ফিল্মের একটি বিশেষ দৃশ্যে অভিনয় করছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী।

২০১৯ সালে প্রকাশিত হয় উপন্যাস ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’ অবলম্বনে এ ওয়েবফিল্ম নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।

রাহিতুল ইসলামের উপন্যাসটি সে সময় বেশ সাড়া ফেলেছিল। তার এই উপন্যাস পড়ে অনেকেই ফ্রিল্যান্সিং পেশায় আকৃষ্ট হন। এবার সেই উপন্যাসের গল্পকে পর্দায় রূপ দিচ্ছেন নির্মাতা ইমরাউল রাফাত।

আর এ ফিল্ম দিয়ে প্রথমবারের মতো অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন জুনাইদ আহমেদ পলক।

আসছে ঈদুল ফিতরে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপসে মুক্তি পাবে ওয়েবফিল্মটি। এতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীন, প্রীতি আলভিসহ অনেকে। এই ওয়েবফিল্মে থাকছে একটি নতুন গানও, গেয়েছেন ‘প্রজাপতি’খ্যাত কণ্ঠশিল্পী আবিদা।

নচ/চখ

এই বিভাগের আরও খবর