chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চীনের চাংচুন শহর লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক : চীনের গুরুত্বপূর্ণ শহর চাংচুন। এটি একটি শিল্প নগরী। যেখানে প্রায় ৯০ লাখ মানুষের বসবাস। গুরুত্বপূর্ণ এই শিল্পনগরীর বাসিন্দাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

করোনার প্রভাব শেষ না হতেই সম্প্রতি নতুন একটি ভাইরাসের আবির্ভাব ঘিরে আতঙ্ক ছড়াল উত্তর-পূর্ব চীনের চাংচুনে। সংক্রমণ যাতে দেশের অন্য প্রান্তে ছড়িয়ে না পড়ে, তাই আগেভাগেই ওই শহরের ৯০ লক্ষ মানুষকে ‘ঘরবন্দি’ করল চীন প্রশাসন।

জানা গেছে, সম্প্রতি চাংচুনে নতুন করে দুজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। আর তা সামনে আসার পরেই সে শহরের প্রায় ৯০ লাখ মানুষকে গৃহবন্দি করার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি বাসা থেকে কেবল একজনকে দুদিন অন্তর একবার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। শহর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সেখানে করোনার গণপরীক্ষার ব্যবস্থা করা হবে।

সংবাদ সংস্থা এপি-র প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

করোনার সবচেয়ে বেশি সংক্রমিত ধরন ওমিক্রনের প্রভাবে দেশটিতে সম্প্রতি দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের মাইলফলক ছাড়িয়ে গেছে। তিন সপ্তাহ আগেও দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ছিল এক শর নিচে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর