chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুতিনের বিরুদ্ধে পোস্টের অনুমতি দিয়েছে মেটা

আন্তর্জাতিক ডেস্কঃ ভ্লাদিমির পুতিন ও রুশ সৈন্যদের বিরুদ্ধে সহিংস কথা প্রচার করতে কিছু দেশের ব্যবহারকারীদের অনুমতি দিয়েছে মেটা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মৃত্যু কামনা করে দেওয়া পোস্টকে অনুমতি দেবে বলেও মেইল পর্যবেক্ষণে জানিয়েছে আন্তর্জাতিক এ সংবাদমাধ্যম।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িক সময়ের জন্য ফেসবুকের মূল কোম্পানি মেটা কিছু দেশে তাদের নীতির পরিবর্তন আনতে যাচ্ছে। এ নীতির কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মৃত্যু কামনা করে দেওয়া পোস্টকে ‘সাময়িক অনুমতি দেবে ফেসবুক-ইনস্টাগ্রাম।

তবে রাশিয়ার সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো সহিংসতার কোনো পোস্টকে অনুমতি দেওয়া হচ্ছে না।

সূত্রঃ রয়টার্স

সিশা/চখ

এই বিভাগের আরও খবর