chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাইডেনের কড়া হুঁশিয়ারি পুতিনকে

ডেস্ক নিউজ:ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (১ মার্চ) রাতে কংগ্রেসে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়নের ভাষনে কড়া বার্তা দেন বাইডেন। কোনো রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব

পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে।

পুতিনকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, স্বৈরশাসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে তারা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। খবর বিবিসির।

তিনি আরও বলেন, ইউক্রেনের পাশে যুক্তরাষ্ট্র ও ন্যাটো রয়েছে। ইতিহাসে দেখা গেছে, যখন আগ্রাসনের জন্য স্বৈরশাসকদের মূল্য দিতে হয়নি তখন তারা আরও বিশৃঙ্খলা তৈরি করেছে।

রুশ বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনীয়দের সাহসিকতার প্রশংসা করেন বাইডেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নাগরিকদের সাহস, ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিশ্বের জন্য অনুপ্রেরণার বলেও উল্লেখ করেন।

কংগ্রেসে উপস্থিত যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে দাঁড়িয়ে আইনপ্রণেতাদের অভিবাদন ও স্বীকৃতি গ্রহণের আহ্বানও জানান মার্কিন প্রেসিডেন্ট।

মআ/চখ

এই বিভাগের আরও খবর