chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার রাশিয়ায় পরিষেবা বন্ধ করলো মাইক্রোসফট

ডেস্ক নিউজ: ইউক্রেনে রাশিয়া হামলা করার পর থেকেই পশ্চিমা বিশ্ব একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে রাশিয়ার ওপর। তারই ধারাবাহিকতায় এবার মাইক্রোসফট রাশিয়ায় তাদের সার্ভিস বন্ধ করেছে।

প্রতিষ্ঠানটি শুক্রবার একটি ব্লগ পোস্টের মাধ্যমে ঘোষণা করেছে

মাইক্রোসফট জানিয়েছে, প্রতিষ্ঠানটি সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য রাশিয়ায় তাদের ব্যবসার অন্যান্য পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া রাশিয়ার সাইবার হামলা থেকে রক্ষা করার জন্য ইউক্রেনকে সাইবার-নিরাপত্তায় সহায়তা প্রদান করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ একটি বিবৃতিতে বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা ইউক্রেনের ২০টিরও বেশি সরকারি সংস্থা, তথ্যপ্রযুক্তি এবং আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাশিয়ার ধ্বংসাত্মক বা বিপর্যয়মূলক পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছি।

নচ/চখ

এই বিভাগের আরও খবর