chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাশিয়াকে ইউক্রেনে হামলা বন্ধের আহ্বান জাস্টিন ট্রুডোর

ডেস্ক নিউজঃ ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
শুক্রবার (৪ মার্চ) টুইটারে তিনি এ আহ্বান জানান। খবর বিবিসির।

 

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলার পর আগুন লেগে যায়। এ ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী।

টুইটারে ট্রুডো লেখেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলার বিষয়ে আমি মাত্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছি। এ ধরনের অগ্রহণযোগ্য হামলা রাশিয়াকে অবিলম্বে বন্ধ করতে হবে।

 

এর আগে রুশ বাহিনীর গোলায় ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে বলে জানা গেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউরোপিয়ানরা দয়া করে জেগে উঠুন। আপনাদের রাজনীতিবিদদের বলুন, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গুলি ছুড়ছে।

মআ/

এই বিভাগের আরও খবর