chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিয়ম না মেনে কাভার্ডভ্যানে গ্যাস সংগ্রহ করে বিক্রি, আটক ২

নিজস্ব প্রতিবেদক: লাইসেন্সবিহীন ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন থেকে কাভার্ডভ্যানে গ্যাস সংগ্রহ করে সিএনজি চালিত অটোরিকশায় বিক্রির সঙ্গে জড়িত দু ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)

এসময় দু’টি ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনের ৫টি  কাভার্ডভ্যান থেকে ৬০১ টি গ্যাস সিলিন্ডারে ৪ হাজার ৬০০ কেজি তরল গ্যাস জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার (২ মার্চ) গভীর রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুকুর পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো.লোকমান (৩৮) ও মো. এনামুল হক (২৩)। এদের মধ্যে লোকমানের বাড়ি সাতকানিয়া ও এনামুলের বাড়ি লোহাগাড়া উপজেলায়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিয়ম না মেনে ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বিশেষভাবে নির্মিত সিলিন্ডার যুক্ত কাভার্ডভ্যান ভেতরে তরল গ্যাস সংগ্রহ করে আসছিল। লাভজনক হওয়ায় পরবর্তীতে সংগ্রহ করা সিএনজি অটোরিকশায় বিক্রি করতো। আটকের সময় তারা সিএনজি স্টেশনের লাইসেন্সের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি তাদের কাছে বিস্ফোরক অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থার জন্য থানায় পাঠানো হয়েছে।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর