chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার আপিল বিভাগে নিপুণ

ডেস্ক নিউজ: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

বৃহস্পতিবার (৩ মার্চ) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

এর আগে বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন।

এদিকে হাইকোর্টের রায়ের পর বিকেলে এফডিসিতে আসেন জায়েদ খান। এরপরই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টার দিকে তিনি চেয়ারে গিয়ে বসেন। এ সময় সেখানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

চেয়ারে বসে তিনি বলেন, আমি শিল্পীদের ভোটে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছি। তারপরও নানান নাটকীয় ঘটনা তৈরি করা হয়; যা সিনেমার গল্পকেও হার মানায়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। অবশেষে সত্যের জয় হয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর