chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফেনীর কিশোরগ্যাং ডিকেবি’র ৫ সদস্য ধরা

ফেনী জেলার পৌরসভায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ডিকেবি নামক কিশোর গ্যাং গ্রুপের প্রধান মো. ফজলুল করিম নিলয়সহ (২৩) তার ৫ সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

রবিবার (৩ মার্চ) দুপুরে র‍্যাব-৭ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গ্রেফতার ৫ সহযোগী হলেন- মো. আশরাফুল হাসান সিহাব (২২), আকিব ইমতিয়াজ (২২), মো. সুজন (২০), আব্দুল হান্নান প্রকাশ অমিত (২৩) ও মোতালেব হোসেন (২২)। গ্রেফতার সবার বাড়ি ফেনী জেলার বিভিন্ন এলাকায়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ডিকেবি কিশোর গ্যাং নামক এই গ্রুপটি সাধারণত ফেনী রেলস্টেশন, ফেনী শহর এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজী ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এছাড়াও তারা সাধারণ মানুষসহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন এর মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল বলে অকপটে স্বীকার করে।

তিনি আরো বলেন, তাদের কয়েকজনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নিয়ে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর