chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে জেলের জালে আটক বিশাল কৈ কোরাল বিক্রি হবে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক : বিগত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি ওজনের বিশাল আকৃতির একটি কৈ কোরাল মাছ ধরা পড়েছে কক্সবাজারের জেলেদের জালে। খবর পেয়ে প্রায় ২১০ কেজি ওজনের মাছটি কিনে চট্টগ্রামের অভিজাত কাঁচাবাজার কাজীর দেউরিতে নিয়ে আসে এক ব্যবসায়ি।

 

আজ রবিবার (২০ ফেব্রয়ারী) দুপুরে মাছটি কাজীর দেউড়ি বাজারে আনা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিশাল আকৃতির মাছটি এক নজড় দেখার জন্য বাজারে ভিড় করছে ক্রেতারা। অনেকে মাছটি কেজি দরে কেনার আগ্রহ প্রকাশ করলেও আজ তা বিক্রি হবে না জানালেন ব্যবসায়িরা।

 

মাছ ব্যবসায়ী মো. আনোয়ার জানিয়েছেন,আজ নয় আগামীকাল সকাল থেকে মাছটি কেটে কেজি ১২শ টাকা দরে বিক্রি করা হবে। ইতিমধ্যে মাছটির একশ কেজির মত অগ্রিম বিক্রি হয়ে গেছে।

 

তিনি জানান, কক্সবাজারের জেলেদের জালে এই কৈ কোরাল মাছটি গতকাল দুপুরে ধরা পড়ে। তারা কক্সবাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

 

কৈ কোরাল সবচেয়ে সু-স্বাদু মাছ। তাই দাম বেশি হলেও ক্রেতাদের এ মাছের প্রতি আগ্রহ বেশি বলে জানালেন কাজির দেউড়ি বাজারের ব্যবসায়িরা।

 

চখ/আর এস

এই বিভাগের আরও খবর