chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে আরও ৬ জনের প্রাণহানি, শনাক্ত ২১১

ডেস্ক নিউজ: সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬৮ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২১১ জন মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জনে

রোববার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৫৮টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৭৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব ৪ জন, ষাটোর্ধ্ব ১ জন এবং ৭০ বছরের বেশি বয়সী ১ জন রয়েছেন। অন্যদিকে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর