chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়ির ১৪ ইউপিতে নৌকা পেলেন যারা, বিদ্রোহী প্রার্থী হওয়ার গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক : আসছে ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফটিকছড়ি উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন।

১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র গ্রহণ করে কেন্দ্রে পাঠিয়েছিল উপজেলা আওয়ামী লীগ। ১২ অক্টোবর আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন চুড়ান্ত করে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তা প্রকাশিত হয়।
ফটিকছড়ির ১৪ ইউনিয়নে যারা নৌকা পেয়েছেন তারা হলেন, বাগানবাজার ইউনিয়নে রুস্তম আলী, দাঁতমারা ইউনিয়নে জানে আলম, নারায়ণহাট ইউনিয়নে হারুন রশিদ, হারুয়ালছড়ি ইউনিয়নে জুলফিকার আলি, পাইন্দং ইউনিয়নে শাহ আলম সিকদার, কাঞ্চননগর ইউনিয়নে দিদারুল আলম, সুন্দরপুর ইউনিয়নে মো. শাহনেওয়াজ, লেলাং ইউনিয়নে সরোয়ার উদ্দিন শাহিন, রোসাংগীরি ইউনিয়নে সোয়েব আল সালেহীন , বক্তপুর ইউনিয়নে সোলেমান বি.কম, জাফতনগর ইউনিয়নে আব্দুল হালিম, ধর্মপুর ইউনিয়নে কাজী মাহমুদুল হক, আব্দুল্লাহপুর ইউনিয়নে অহিদুল আলম, সমিতিরহাট ইউনিয়ন হারুন অর রশিদ ইমন।
নৌকা প্রাপ্তদের মধ্যে ১০জন বর্তমান চেয়ারম্যান ও ২জন সাবেক চেয়ারম্যান রয়েছেন।
উল্লেখ্য,২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফটিকছড়ির ১৪টি সহ দেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর। দায়েরকৃত আপিল নিষ্পত্তি করা হবে ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ২৭ অক্টোবর। সর্বশেষ ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য এবারের নির্বাচনে বিএনপি অংশ না নিলেও নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে । তবে একাদিক ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার গুঞ্জন শুনা যাচ্ছে ।
এসএএস/

এই বিভাগের আরও খবর