chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঝুঁকিপূর্ণ ৫০৫টি সেতু মেরামত করবে রেলওয়ে পূর্বাঞ্চল

নিজস্ব প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে চলছিল ট্রেন চলাচল। সক্ষমতা না থাকায় গন্তব্য পৌঁছাতে বিলম্ব পোহাতে হচ্ছিল যাত্রীদের।সংস্কারের অভাবে জরাজীর্ণও ঝুঁকিপূর্ণ রেল সেতুর কারণে প্রায় সময় ঘটছিল দুর্ঘটনা।

অনেকটা জীবন বাজি রেখেই চলছেন রেলযাত্রীরা। তবে যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ৫০৫ টি ঝুঁকিপূর্ণ সেতুসংস্কারের উদ্যোগ নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। এ জন্য রেলওয়ের ব্যয় হবে ৩ হাজার ২৫ লাখ টাকা।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সেতু প্রকৌশলী আহসান জামিল চট্টলার খবরকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ মেশনারিজ দিয়ে চলা ৫০৫ টি সেতু সংস্কারের জন্য মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছে। এসব সেতু মেরামতে মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় পেলে দ্রুত কাজ শুরু করা যাবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম চট্টলার খবরকে বলেন,  যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে রেলওয়ের কর্তৃপক্ষ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। ঝুঁকিপূর্ণ এসব সেতু সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সদ্ধান্তের পর কাজ শুরু করা সম্ভব হবে।

আরকে/জেএইচ

এই বিভাগের আরও খবর