chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হঠাৎ অবসরের ঘোষণা লঙ্কান পেসারের

খেলা ডেস্ক: হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান পেসার ইসুরু উদানা। গত মে মাসে থিসারা পেরেরার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার এক চিঠির মাধ্যমে ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন এ বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে নেবেন ৩৩ বছর বয়সী উদানা। আগস্টের শেষ দিকে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটেও খেলবেন তিনি।

হুট করে নেয়া অবসরের সিদ্ধান্তের পেছনের কারণ উল্লেখ করেননি উদানা। তবে ধারণা করা হচ্ছে, পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর ইচ্ছা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেয়া বিবৃতিতে উদানা বলেছেন, ‘আমি বিশ্বাস করি, পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দেয়ার সময় এসেছে। নিজের দেশের হয়ে খেলা এবং সেবা দিতে পারা আমার জন্য সবসময়ই অনেক বড় গর্বের জায়গা ছিল।’

সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২১ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলেছেন ইসুরু উদানা। বল হাতে দুই ফরম্যাট মিলে তার শিকার ৪৫ উইকেট আর ব্যাটিংয়ে দুই ফিফটিতে করেছেন ৪৯৩ রান।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর