chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজ লড়াইয়ে নামছে ভারত-শ্রীলঙ্কা

রিজার্ভ ডে’র কল্যাণে ফল এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারতের সুপার ফোরের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে। যেখানে ২২৮ রানের রেকর্ড সর্বোচ্চ ব্যবধানের জয় ভারতকে এশিয়া কাপ টেবিলের শীর্ষে তুলে দিয়েছে।

তবে ভারতের ধকল থামেনি, পাকিস্তানকে হারানোর পরদিনই আজ  মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)  তাদের ‍মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কার। বাংলাদেশকে হারিয়ে দাসুন শানাকার দলটিও সুপার ফোরের যাত্রা শুরু করেছিল। এ নিয়ে টানা ১৩ ওয়ানডেতে জয় পেয়েছে লঙ্কানরা। তবে মুখোমুখি লড়াইয়ে কাগজে-কলমে এগিয়ে আছে ভারত।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। পাকিস্তানের সঙ্গে আগের দেখায় ভারতীয় টপ অর্ডার ব্যর্থ হলেও, সুপার ফোরে সেটি পুষিয়ে দিয়েছে রোহিতের দল। যা তাদের আজকের ম্যাচেও চনমনে রাখতে পারে। তবে টানা ম্যাচ খেলার ধকল সামলাতে হবে রোহিত-কোহলিদের।

অন্যদিকে, চোটে জর্জরিত বোলিং লাইনআপ নিয়েও দারুণ লড়াই চালিয়ে যাচ্ছে লঙ্কানরা। ভারতের বিপক্ষেও সেটি যথেষ্ট হবে কিনা সেটি সময়ই বলে দেবে। গ্রুপপর্বে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে দুটিতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। এরপর সাকিব আল হাসানের দলকে আরও একবার তারা পরাজয়ের স্বাদ দিয়েছে। যা তাদের টানা ১৩ ওয়ানডে জয়। ভারতকে হারিয়ে তারা সেই সংখ্যা আরও বাড়িয়ে নিতে চাইবে। ২০০৩ সালে সবচেয়ে বেশি টানা ২১ ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা যৌথভাবে তালিকার তিনে আছে।

পরিসংখ্যানে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে কাগজে কলমে এগিয়ে আছে ভারত। এখন পর্যন্ত দুদল মোট ১৬৫টি ম্যাচ খেলেছে। যেখানে ভারতের ৯৬টি জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ৫৭টি ম্যাচে। এছাড়া তাদের ১১টি ম্যাচে আসেনি কোনো ফল আসেনি। একটি ম্যাচ টাই হয়েছে।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য এগিয়ে আছে লঙ্কানরাই। ঘরের মাটিতে তারা ভারতকে ২৮ ম্যাচে হারিয়েছে। যেখানে ভারতের জয় ১২টিতে। সর্বশেষ ২০২২ এশিয়া কাপ আসরে সুপার ফোরে ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা। এরপর লঙ্কানরা টুর্নামেন্টটির শিরোপাও জিতে নিয়েছিল। আজকের ম্যাচে নিশ্চয়ই সেই ম্যাচের বদলা নিতে চাইবে ভারত।

 

 

তাসু/চখ

এই বিভাগের আরও খবর