chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রধানমন্ত্রীর আহ্বানে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন তামিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে আবারও ক্রিকেটে ফিরলেন তামিম ইকবাল। তবে চলমান আফগানিস্তান সিরিজে নয়, আপাতত দেড় মাস বিশ্রামে থাকবেন তিনি।

আজ শুক্রবার (৭ জুলাই) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠকের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম। তবে দলে ফিরবেন এশিয়া কাপ দিয়ে। খেলবেন ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও।

এর আগে একই দিন সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন দেশসেরা ওপেনার। দুপুরে গণভবনে যান। সঙ্গী ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এ ছাড়া তামিমের স্ত্রী আয়শাও সঙ্গে ছিলেন। গণভবনে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনকেও ডাকা হয়।

গণভবন থেকে বের হওয়ার সময় সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে।

আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল।

মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।

এ ছাড়া নাজমুল হাসান পাপনও বলেছেন, ‘অবসরের চিঠি সে তুলে নিয়েছে। তবে যেহেতু সে ফিজিক্যালি ও মেন্টালি এখনও ফিট না, সে জন্য সে দেড় মাস সময় নিয়েছে। রিহ্যাবের পর খুব শীঘ্রই সে আবার ক্রিকেটে ফেরত আসবে।

এর আগে তামিম ইকবালকে সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছিলেন, বোর্ডকে কোনো কিছু না জানিয়েই তামিম এই সিদ্ধান্ত নিয়েছেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর