chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবির বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ পেলেন অধ্যাপক মুনতাসির মামুন

ডেস্ক নিউজ: ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক ড. মুনতাসীর মামুনকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গবন্ধু চেয়ার পদে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫২৯তম এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে কর্মরত অধ্যাপক এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘যোগদানের তারিখ থেকে ২ বছরের জন্য প্রখ্যাত ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক ড. মুনতাসীর মামুনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

১৯৭৪ সালে অধ্যাপক মুনতাসির মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। যোগদানের ১৭ বছরের পর ১৯৯১ সালের ১৮ই ফেব্রুয়ারি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১৬ সালের ৩০ জুন বিশ্ববিদ্যালয় থেকে অবসরকালীন ছুটিতে যান। পরবর্তীতে একই পদে তথা ২০১৭ সালের ১৬ আগস্ট এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।

লেখক হিসেবেও বাংলা সাহিত্যে মুনতাসির মামুনের অবদান কম নয়। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২২০ টি।

ইনি/চখ

এই বিভাগের আরও খবর