chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উত্তর কাট্টলীতে বাসায় আগুন, দগ্ধ এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নগরীর উত্তর কাট্টলীতে  বাসায় আগুনে দগ্ধ পিয়ারা বেগম (৬৫ ) নামে এক নারী মারা গেছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুর একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)  হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর।  তিনি বলেন, দগ্ধ পিয়ারা বেগমের শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে যায়।

এর আগে রবিবার (৮ নভেম্বর) রাতে উত্তর কাট্টলী এলাকায় মুরাদ চৌধুরীর মালিকানাধীন ‘মরিয়ম ভিলা’ নামে ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়- মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৮), পিয়ারা বেগম (৬৫), বিবি সুলতানা (৩৫), মাহের (৮), মানহা (২), সুমাইয়া (১৮), রিয়াদ (২২) ও সালমা জাহান (২১)।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন জানান, ছয় তলা ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজন ওই বাসা থেকে দগ্ধ অবস্থায় নয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া বলেন, রবিবার রাত ১১ টার পর থেকে দগ্ধ রোগীদের হাসপাতালে নেওয়া শুরু হয়। মোট ৯ জন হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা ওই বাসার লাইট-ফ্যানসহ বিদ্যুৎ সংযোগের প্রতিটি পয়েন্ট পোড়া দেখেছি। এতে আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। কারণ গ্যাসের পাইপলাইন এবং রান্নাঘরের চুলা আমরা অক্ষত দেখেছি। বাসায় কোনো গ্যাস সিলিন্ডার ছিল না।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর