chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছদাহায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়া থানাধীন ছদাহা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার (২০ সেপ্টেম্বর)এই উপলক্ষ্যে ছদাহার মিঠাদিঘী স্টেশনে  এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ইিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা ।

ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সম্পন্ন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন সহ প্রমুখ।

জানা গেছে, একজন উপ-পুলিশ পরিদর্শককে (এসআই) এর দায়িত্বে পরিচালিত হবে এই বিট পুলিশিং কার্যক্রম। বিট পুলিশিংয়ের মূল ধারণা হচ্ছে, পুলিশ কর্মকর্তারাই সেবা নিয়ে যাবেন মানুষের কাছে। তবে মামলাসহ কিছু আইনগত বিষয়ে থানায় আসতে হবে।  গ্রামাঞ্চলে ইউনিয়ন, ওয়ার্ড এবং শহরের মহল্লাগুলোকে বিটে বিভক্ত করে একজন উপ-পুলিশ পরিদর্শককে (এসআই) এর দায়িত্বে থাকবে । দায়িত্বপ্রাপ্ত এ পুলিশ কর্মকর্তারাই এলাকার আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে খোঁজ রাখবেন ও প্রাথমিকভাবে ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন চট্টলার খবরকে বলেন, ছদাহা ইউনিয়নে বিটি পুলিশং  কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপ-পুলিশ পরিদর্শককে (এসআই) নজরুল ইসলাসের নেতৃত্বে একজন এএসআই এবং দুইজন জনস্টেবল দিয়ে এই বিট পুলিশ পরিচালিত হবে। তিনি বলেন, সাতকানিয়া থানার প্রতিটি ইউনিয়নকে বিট পুলিশের আওতায় আনা হবে। এখন অনেক ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।

এসএএস

এই বিভাগের আরও খবর