chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় মাদকসেবি তরুণের কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় মো. ওসমান গনি বাবু (১৯) নামে এক তরুণকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলাবাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সাজাপ্রাপ্ত ওসমান গণি বাবু মির্জাখীল সাইরতলী গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে মির্জাখীল বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় ওসমান গনি বাবুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা, ২০০ এমএল চোলাই মদ ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকের পর ওসমান গনি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

তিন বলেন, এ সময় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করে আসামিকে সাজা পরোয়ানামূলে চট্টগ্রাম কারাগারে পাঠানোর জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর