chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নার্স দিয়ে রোগী দেখায় শিকলবাহা মা ও শিশু হাসপাতাল বন্ধ

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার নার্স দিয়ে রোগী দেখায় ও সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের অনুমোদিত লাইসেন্স না থাকায় শিকলবাহা মা ও শিশু হাসপাতাল ও অভ্যন্তরিত ফার্মেসী বন্ধ করে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (৪ মার্চ) দুপুর ১টায় উপজেলার শিকলবাহায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম নাওশেদ রিয়াদ’র নেতৃত্ব এ অভিযান চালানো হয়।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম নাওশেদ রিয়াদ বলেন, সিভিল সার্জন স্যারের নির্দেশে নিয়মিত অভিযানে অংশ হিসেবে অভিযান চলছে। এতে শিকলবাহা মা ও শিশু হাসহাতাল ও চেম্বারে নার্স দিয়ে রোগী দেখার সত্যতা মিলেছে। সাথে লাইসেন্স না থাকায় হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযানে অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ডা. আশফাক হোসেন, ল্যাব টেকনোলজিস্ট ডা. সরোয়ার কামালসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারীরাগণ।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর