chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

থানচিতে বাস চলাচল বন্ধ

বান্দরবান জেলার থানচি উপজেলায় চাঁদা দাবি করায় সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) জেলার রুমা-থানচি-রোয়াংছড়ি মালিক সমিতির অফিস সহকারী মিলন দাশ এ তথ্য জানান।

অফিস সহকারী মিলন দাশ বলেন, গত ১৫ দিন আগে পাহাড়ের একটি সশস্ত্র সংগঠন থানচি-বান্দরবান সড়কে চলাচল করা বাসগুলোর জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় ৯দিন আগে কয়েকজন চালকের মোবাইল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। চাঁদা না দিলে যাত্রীসহ বাস পুড়িয়ে দেওয়ার হুমকি দিলে মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ রাখে চালকরা।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বাস মালিকদের সঙ্গে কথা বলেছিলাম। প্রয়োজনে পুলিশ স্কট দেওয়া হবে। তবুও তারা ভয়ে গাড়ি ছাড়ছে না।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর