chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফলমন্ডিতে হারিয়ে যাওয়া শিশুকে পিতার কাছে তুলে দিল পুলিশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার বিআরটিসি ফলমন্ডি এলাকা মো. ওমর ফারুক (১১) নামে এক শিশুকে উদ্ধার করে তার পিতার কাছে তুলে দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিআরটিসি ফলমন্ডি এলাকায় কান্নাকাটি করছিল ওমর ফারুক। আশাপাশে শিশুটির কোন অভিভাবক না দেখে তাকে থানায় নিয়ে যান সেখানে অবস্থানরত মোঃ সালমান ভূঁইয়া নামে এক ব্যক্তি।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) প্রকৃত অভিভাবকের ঠিকানা সনাক্ত করে আইনগত অভিভাবকের জিম্মায় শিশুটিকে তার বাবা হাতে তুলে দেওয়া হয়।

ওমর ফারুক ঢাকার আবদুল্লাপুর এলাকার ছোবাহান খানের ছেলে। সে পরিবারের সাথে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় থাকে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, বিআরটিসি ফলমন্ডি এলাকায় কান্নাকাটি করার সময় ওমর ফারুক নামে এক শিশু। শিশুটির কান্না দেখে এক ব্যক্তি তাকে থানায় নিয়ে যায়। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ নিয়ে শিশুটিকে তার পিতার কাছে তুলে দেওয়া হয়।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর