chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুঁজিবাজারে সূচকের উত্থান পতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান পতনে শেষ হয়েছে লেনদেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাজারে বিশ্লেষণে এ তথ্য জানা যায়।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ২ হাজার ১২৯ পয়েন্টে অবস্থান করছে। এ দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৭ কোটি ১১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৬০ কোটি ৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১৩২ কোটি ৯৭ লাখ টাকা।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৬টির এবং ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ১৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩ কোটি ৫৪ লাখ টাকা।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর